• বুধবার, ০১ মে ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন |

আজ বড়দিন: প্রার্থনার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু

সিসি নিউজ: আজ বড়দিন। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্ট ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে পালন করছেন যিশুখ্রিষ্টের জন্মতিথি। খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে চালিত করতেই জন্ম নিয়েছিলেন যিশু।

বড় দিনের মূল আনুষ্ঠানিতকা শুরু হয় রোববার রাতে উপাসনার মধ্য দিয়ে। রমনা ক্যাথিড্রালে উপাসনার নেতৃত্ব দেন দেশের একমাত্র কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।

দেশের সব গির্জাতেই জড়ো হয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। শীতের কুয়াশা মোড়ানো রাতে প্রার্থনা সংগীতে গির্জাগুলো মুখর হয়ে ওঠে যিশু বন্দনায়।

যিশু খ্রিষ্টের জন্মদিনে গির্জায় গির্জায় সমবেত হন ছোট বড় নানা বয়স ও শ্রেণি পেশার মানুষ।

বড়দিন সব বয়সীদের জন্যই আনন্দের। কিন্তু যিশুর জন্মদিনে শিশুদের আনন্দ যেন একেবারেই সীমাহীন।

ন্যায়ের পথে আহ্বানের জন্য পৃথিবীতে এসেছিলেন যিশুখ্রিস্ট, বলছেন গির্জার ফাদারগন।

বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে গির্জাগুলো। যিশুর জন্মস্থানের আদলে স্থাপন করা হয়েছে গো-শালা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বাড়িও সেজেছে নানা ক্রিসমাস ট্রি সহ নানা সাজসজ্জায়। উৎসব নির্বিঘ্ন করতে গির্জাগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ