• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তীব্র তাপদাহের মাঝে রেললাইন রক্ষণাবেক্ষনে ওয়েম্যানরা নীলফামারীতে মাদক বিরোধী কর্মশালা নীলফামারীতে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ খানসামায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি এবং গালিগালাজ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরকারী গাছের ডাল কাটায় ভ্যানচালকের জেল ফুলবাড়ীতে ৫৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নীলফামারীতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা স্কুল-কলেজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ সৈয়দপুরে দুই প্রতিষ্ঠান প্রধানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

মারুফ হোসেন অন্তিক গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত

সিসি নিউজ, ২৮ ডিসেম্বর: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মারুফ হোসেন অন্তিক বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪,৭৭৭ ভোট। অন্তিক ওই ইউনিয়নের চার বার নির্বাচিত চেয়ারম্যান মোসেদ্দেক হোসেনের পুত্র। চেয়ারম্যান মোসেদ্দেক হোসেন চলতি বছরে ২১ জুন মৃত্যুবরন করেন। ফলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায় । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির জোনাব আলী ৩,২৮৪ ভোট (লাঙ্গল) পেয়েছেন।
অন্যান্যদের মধ্যে আ’লীগের প্রার্থী মোজাহার হোসেন ২,০৫৩ (নৌকা), বিএনপি’র প্রার্থী জিকরুল হক ৩২৮ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিপ্লব সরকার ২,৮৬০ (দুইপাতা), এম মোক্তারুল ইসলাম ১,৫৩৪ (চশমা), জুলফিকার জুয়েল ২০ (মটর সাইকেল) ও কাজলী বেগম ৭১ (ঘোড়া) ভোট পেয়েছেন।

নির্বাচনে ১৪,৯২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১২০ ভোট অবৈধ হিসেবে বাতিল হয়ে যায়।

আজ ২৮ ডিসেম্বর গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়েছে। এতে মোট ৭জন প্রাথী নিবাচনে প্রতিদ্বন্দ্বী করছে।
নির্বাচন অফিস সূত্র জানায়, গাড়াগ্রাম ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৪৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫৬১জন ও নারী ভোটার ৯ হাজার ৮৮৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ