• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:২০ অপরাহ্ন |

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু

সিসি নিউজ, ১ ফেব্রুয়ারী: শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সাহিত্যের অবদানের জন্য ১১ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি লেখক হিসেবে যোগ দেন যুক্তরাজ্যের এগনিস মিডোসম, ক্যামেরুনের ড. জয়েস অ্যাসউন টেনটেন, মিশরের ইব্রাহিম এলমাসরি ও সুইডেনের অরনে জনসন।

এবছর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৫টি প্যাভিলিয়ন দেয়া হয়েছে।

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।

একইসঙ্গে ২২ ও ২৩শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন ঘোষণা করবেন তিনি। লিটল ম্যাগাজিন কর্নারে স্টল পেয়েছে ১৩৬টি ছোট কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ