• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

রংপুরে নিরাপদ সড়ক বাস্তবায়নে এলজিইডিতে প্রশিক্ষণ

রংপুর: রংপুরে কমিউনিটি ভিত্তিক নিরাপদ সড়ক কর্মসূচির আওতায় এলজিইডি’র টিওটি দলের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রংপুর এলজিইডি ভবনে এই প্রশিক্ষণের আয়োজন করে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট।

দিনব্যাপী এ প্রশিক্ষণে রংপুর এলজিইডির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সেখানে সড়কে শৃঙ্খলা ফেরানো এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এলজিইডি রংপুর অঞ্চলের তত্তাবধায়ক প্রকৌশলী হারুন-উর রশিদ। তিনি বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে আমাদের সবার সম্মিলিত সচেতনতা ও চেষ্টা জরুরি। শুধু প্রশাসন বা গাড়ি চালকরা সচেতন হলে চলবে না। পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে বেপরোয়া গাড়ি চলাচলে শৃঙ্খলা ফেরানোর সাথে জনগণকেও রাস্তা পারাপারেও সজাগ হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নবিদেপ’র উপ-প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন, রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত সুলতানা সুমী। প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট প্রফেসর ড. শামসুল হক, ড. মাহবুব আলম তালুকদার। এতে রংপুরের আট উপজেলার প্রকৗশলীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক বাস্তবায়নে একটি সচেতনামূলক র‌্যালি এলজিইডি ভবন শেষে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ