• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:১০ অপরাহ্ন |
শিরোনাম :

রাজশাহীতে আরো এক আ.লীগ নেতার মৃত্যু

রাজশাহী, ৩১ ডিসেম্বর।। রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ইসমাইল হোসেন (৪৯) নামে আহত আরো এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহীতে তিনজনের মৃত্যু হল।

চিকিৎসাধীন সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

ইসমাইল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর-ধমরপুর গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি পালপুর-ধমরপুর স্কুল ও কলেজ কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ভোটগ্রহণ চলাকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের গোদাগাড়ীর পালপুর-ধমরপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইসমাইল গুরুতর আহত হন।

তাকে ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সোমবার ভোরে ইসমাইল মারা যান।

মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়ের আলম জানান, এ বিষয়ে নগরীর দামকুড়া থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ