• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:১২ অপরাহ্ন |
শিরোনাম :

ফেনীতে ৩৬টি পেট্রল বোমা উদ্ধার

ফেনী, ৩১ ডিসেম্বর।। পৌর শহরের ফলেশ্বর পলিটেকনিক ইন্সটিটিউট মোড় এলাকা থেকে ৩৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-০৭) ফেনী ক্যাম্পের সদস্যরা।

রবিবার দিনগত রাতে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-০৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, নির্বাচন পরবর্তী নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাবের চৌকস একটি দল। এসময় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট মোড় এলাকা থেকে ৩৬টি পেট্রল বোমা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

ফেনীর র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেট্রল বোমাগুলো নির্বাচন পরবর্তী নাশকতার জন্য রাখা হয়েছিল। যেকোনো নাশকতা ঠেকাতে র‌্যাব তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ