সিসি নিউজ, ১৯ মে ।। তাপপ্রবাহের প্রভাবে দেশের আবহাওয়া উত্তপ্ত থাকবে সপ্তাহ জুড়ে। কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি বৃষ্টি হলেও আগামী তিনদিনে গরম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পুর্বাভাস অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগ, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, রাজশাহী ও পাবনায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
মৌসুমের রীতি অনুযায়ী এমন কালবৈশাখী হানা দিতে পারে যেকোন সময়।
আবহাওয়ার পুর্বাভাস বলছে, ঢাকা, সিলেট ও রংপুরের কোথাও কোথাও মৃদু ও মাঝারি আকারের বৃষ্টি হলেও সহসাই গরম কমছে না। দেশের দক্ষিণাঞ্চলসহ বেশিরভাগ অংশ জুড়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ায জন-জীবনে অস্বস্তি কিছুটা বেড়ে যেতে পারে।
রাজশাহী, পাবনাসহ তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলোতে দিনের গড় তাপমাত্রা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এমন বৈরী আচরণ সাগরের পানির উষ্ণতা বৃদ্ধির সাথে সম্পৃক্ত। এখন তা প্রকট আকার ধারণ করেছে।
দেশজুড়ে তীব্র গরম ছাড়াও চলতি মাসের শেষের দিকে সাগরে একটি নিন্ম চাপ সৃষ্টিরও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।