• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন |

সরকারি চাকরির স্থগিত সব পরীক্ষা নভেম্বরে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সিসি নিউজ, ২৩ জুন ।। চলতি বছরের নভেম্বর মাসে সরকারি চাকরির স্থগিত হওয়া সব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, এসব পরীক্ষা নভেম্বরেই শেষ হবে। বয়সসীমার বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়া হবে বলেও জানান তিনি।

দেশে গত ৮ মার্চ নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয়। এরপর ভাইরাসটির সংক্রমণ রোধে গত চার মাসে সরকারি চাকরির কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

জানা গেছে, কভিড-১৯-এর প্রভাবে তিনটি বিসিএস ও নন ক্যাডার চাকরির পরীক্ষাসহ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ১৩টি পরীক্ষা স্থগিত রয়েছে। এছাড়া খাদ্য অধিদপ্তর, ব্যান্সডক, তুলা উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ সরকারি আরো বেশ কিছু প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া স্থ‌গিত র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ