• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন |

৯ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

সিসি নিউজ ডেস্ক ।। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন হাজার ৭৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২ জুলাই সর্বোচ্চ চার হাজার ১৯ জন শনাক্ত হয়েছিল। এ নিয়ে মোট ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন শনাক্ত হলো। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৩ জন, আর করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ৮৩০ জন।

শুক্রবার (২৬ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৫৭ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৬৯। এখন পর্যন্ত শনাক্তের হার ১২.৯৫। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫০।

মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২১ জন আর নারী ১২ জন। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১৫ জন, ৫১-৬০ বছরের ১৪ জন এবং ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগের ২৬, চট্টগ্রাম বিভাগের ৬ এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন। হাসপাতালে ৩২ এবং বাড়িতে একজন মারা গেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৬৬৭১ জন এবং নারী মারা গেছেন ২১৫৯ জন। শনাক্ত বিবেচনায় পুরুষের মৃত্যুর হারা ৭৫.৫৫ শতাংশ এবং নারীর ২৪.৪৫ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ