• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন |

সৈয়দপুরে শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উদ্যোগে শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) শহরের ব্যস্ততম পাঁচমাথা মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১ টায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সোহেল রানা’র  নেতৃত্বে “হবে সুন্দর প্রতিটি ক্ষণ বন্ধ হলে শব্দ দূষণ, “অকারণে হর্ণ না বাজাই, হর্ণ মুক্ত সড়ক নিশ্চিত করি” “সুস্থ ও সুন্দর জীবন গড়ি, অহেতুক হর্ণ বন্ধ করি, শব্দ দূষণ মুক্ত দেশ গড়ি” প্রভূতি শ্লোগান লেখা  প্লাকার্ড হাতে হাতে নিয়ে ওই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যরা।
এতে সংগঠনের সভাপতি আকাশ সরদার, সাধারণ সম্পাদক  মো. রুবেল, সাংগঠনিক সম্পাদক বিজয় এন  কে খলিল, দপ্তর সম্পাদক জাকির জুয়েল, কোষাধ্যক্ষ সাথী আক্তার, সমাজ সেবা সম্পাদক রোশনি, উপ-প্রচার সম্পাদক শাহিন শাহ, কার্যকরী সদস্য ইমরান নিজাম, বোতলাগাড়ী শাখার সভাপতি নুরনবী ইসলাম মুন্না, সদস্য নদী মারিয়া রাইদা নিজাম প্রমূখ অংশ নেন।
এ কর্মসূচি থেকে শব্দ দূষণের কুফল সম্পর্কে  বিভিন্ন রকম গাড়ী চালকদের সচেতন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ