• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৩৩ পূর্বাহ্ন |

ডোমার যুব দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার অভিযোগ এনে নীলফামারীর ডোমার উপজেলা যুব দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে কর্মসুচিগুলোর আয়োজন করে উপজেলা ও পৌরসভা যুব দল।
বিকালে ডোমার বাজার বাটার মোড় হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেখানেই গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা যুব দলের সভাপতি ইফতেখারুল তিতুমীরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান টুলু, যুব দলের সম্পাদক শাহিন আলম শান্ত, পৌর যুব দলের আহবায়ক সরিফুল ইসলাম পাপ্পু প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা আব্দুর রহিমসহ সারাদেশে বিএনপির গুম খুন হওয়া নেতাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা ও দোষীদের শাস্তির দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ