• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে সাড়ে সাত শ’ দুস্থ মানুষের মাঝে রোজার খাদ্য সামগ্রী বিতরণ রঙ্গপুর গবেষণা পরিষদ নীলফামারী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন সৈয়দপুরের ঘর পেলেন আরো ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার চালু হচ্ছে চিলাহাটি-ঢাকা রুটে আর একটি আন্তঃনগর ট্রেন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধা অম্বেষনে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড চিরিরবন্দরে ড্রাম ট্রাক চলাচল ও বালুরঘাট বন্ধের দাবীতে মানববন্ধন সৈয়দপুরের যুবক বিদেশী পিস্তলসহ চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

বিউটিশিয়ানকে গণধর্ষণে দুই যুবক গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর ধানমন্ডিতে হোম সার্ভিসের কথা বলে বাসায় ডেকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক বিউটিশিয়ানকে (২৫) গণধর্ষণের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে ধর্ষণের ঘটনার সঙ্গে এ দু’জন সরাসরি জড়িত।

গ্রেপ্তার দুই ছাত্র হলেন রিয়াদ (২৪) ও ইয়াসিন হোসেন সিয়াম (২৩)। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিজুল হক জানান, আরও দুজনকে গ্রেপ্তারের অভিযান চলছে।

তিনি আরও জানান, ধর্ষণের ওই ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় চার জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

সাংবাদিকদের তিনি আরও বলেন, ভুক্তভোগী নারী পেশায় একজন বিউটিশিয়ান। আগে বিউটি পার্লারে কাজ করতেন তিনি। করোনা পরবর্তী সময়ে সেবা প্রদানের সুবিধার্থে ফেসবুকে নিজের একটি অনলাইন পেইজ খোলেন। তার কাছ থেকে ইতোপূর্বে সেবা নেওয়া পরিচিত এবং অনলাইনে যোগাযোগ করা নারীদের বাসায় গিয়ে সার্ভিস দিতেন তিনি। মঙ্গলবার বিকেলে ফোনে তেমনই একটি সেবা প্রদানের (ফেসিয়াল) অনুরোধ পান তিনি। তসলিমা নামে একজন ফোনটি করেছিলেন বলে ওই নারী জানিয়েছেন। তসলিমার ভাই পরিচয় দিয়ে রিয়াদ নামে একজনও তার সঙ্গে যোগাযোগ করেন।

আজিজুল হক আরও বলেন, সন্ধ্যায় শুক্রাবাদ এলাকায় পৌঁছালে রিয়াদ তাকে জানান তাদের বাসা মূল সড়ক থেকে কিছুটা ভেতরে। ওই নারী বাসায় পৌঁছালে তাকে তসলিমার জন্য অপেক্ষা করতে বলে রিয়াদ। এর কিছুক্ষণ পর রিয়াদ সিয়াম ও জিতু নামে তার দুই বন্ধুকে নিয়ে ঘরে প্রবেশ করে। তারপর ওই নারীকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই নারীর মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় তারা।

ধর্ষকদের সাথে ওই নারীর কোনো পূর্বপরিচয় ছিল না বলেও জানান আজিজুল হক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ