• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনের দায়ে সুফিয়ান আলম (৩০) নামের এক যুবকের দুই হাজার টাকা অর্থদন্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (১৯ অক্টেবার) ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম ওই অর্থদন্ড ও কারাদন্ড দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল আনুমানিক ১০টায় দিকে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা শহরের গার্ডপাড়ায় রেলওয়ে হাসপাতাল এলাকায় এক অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের উল্লিখিত এলাকায় প্রকাশ্যে মাদক সেবনকালে সুফিয়ান আলমকে হাতেনাতে আটক করেন পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে এক পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়েছে।

পরে সেখানে ভ্রাম্যমান আদালতে বসিয়ে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর ৪২ (১) ধারায় যুবক সুফিয়ান আলমকে দুই হাজার টাকা অর্থদন্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।

এ সময় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত সুফিয়ান আলম সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মাহবুব আলমের ছেলে বলে জানা গেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালতে এক যুবককে কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কারাদন্ডপ্রাপ্ত সুফিয়ান আলমকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ