কিশোরগঞ্জ প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সদস্য মবু (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর পশ্চিম পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মোজ্জামেলের পুত্র।