• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২০ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে অগ্নিকান্ডে ১১টি ঘর ভষ্মীভুত

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দোলাপাড়া গ্রামে অগ্নিকান্ডে ৫টি পরিবারের ১১ টি ঘর পুড়ে গেছে। ঘর ও অন্যান্য মালামালসহ অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবাররা। ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২হাজার টাকা, ২টি করে কম্বল ও ১বাইন্ড টিন প্রদান করা হয়।
স্থানীয়রা জানায়, রবিবার রাতে ওই গ্রামের হবিবর রহমানের গোয়াল ঘরে রাখা মশা তাড়ানো কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে হবিবর, আব্দুল মজিদ, হামিরুল ও জহুরুলসহ ৫টি পরিবারের ১১টি আধাপাকা ঘর, ধান, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বিকেল ৪টায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ঘটনা স্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২হাজার টাকা, ২টি করে কম্বল ও ১বাইন্ড টিন প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ