• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তীব্র তাপদাহের মাঝে রেললাইন রক্ষণাবেক্ষনে ওয়েম্যানরা নীলফামারীতে মাদক বিরোধী কর্মশালা নীলফামারীতে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ খানসামায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি এবং গালিগালাজ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরকারী গাছের ডাল কাটায় ভ্যানচালকের জেল ফুলবাড়ীতে ৫৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নীলফামারীতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা স্কুল-কলেজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ সৈয়দপুরে দুই প্রতিষ্ঠান প্রধানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া ৩৫ শিক্ষার্থী পাবে পুরস্কার- দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

সিসি নিউজ।। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম বলেন, খেলাধূলা, সাহিত্য-সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি বৃদ্ধিতে সহায়তা করে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি প্রতিটি সহপাঠ্যক্রম কর্মসূূচিতেও নিয়মিত অংশ গ্রহন করতে হবে। আর একজন শিক্ষককে ভাবতে হবে শিক্ষার্থীদের বন্ধু। আর শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। শিক্ষার্থীরা যেন কোন অবস্থাতেই শিক্ষককে ভয়ভীতি না পায়। আর শিক্ষকদের প্রত্যহ প্রস্তুতি নিয়ে শ্রেণি কক্ষে গিয়ে সুন্দর পরিবেশ তৈরি করে পাঠদান করতে হবে।

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বক্তব্যে আরো বলেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারে মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৩৫ জন শিক্ষার্থীকে দিনাজপুর শিক্ষা বোর্ডে নিয়ে পুরস্কৃত করা হবে।

বুধবার (১৫ মার্চ) শহরের বিমানবন্দর সড়কে প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কার বিতরন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. জহির উদ্দিন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ইসমত জেরিন মান্নানের সঞ্চালনায় পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক সাজেদা বেগম, বার্ষিক ক্রীড়া কমিটির সদস্য সচিব সিনিয়র শিক্ষক আ. ত. ম রেজাউল করিম প্রমূখ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৮০টি ইভেন্টে প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও আমন্ত্রিত অতিথি, প্রতিষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য খেলাধুলার আয়োজন ছিল। সবশেষে প্রধান অতিথি দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমন্ত্রিত অতিথি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ