সিসি নিউজ ডেস্ক।। ওলামা লীগকে সমমনা সংগঠন হিসেবে স্বীকৃতি দিচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির প্রথম সম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হবে বলে জানা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ বিষয়ে বিভিন্ন সময়ে ওলামা লীগের পদ প্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। তিনি বলেন, ‘ওলামা লীগের একটা কমিটি করে দিচ্ছি। এখন তারা আওয়ামী লীগের সমমনা সংগঠন হিসেবে কাজ করবে। দলীয় সভাপতি শেখ হাসিনার অনুমোদন নিয়েই এ সম্মেলন করা হচ্ছে।’
এর আগে ওলামা লীগ কয়েক ভাগে বিভক্ত হয়ে নানান কর্মসূচি পালন করত। এর মধ্যে কিছু কর্মসূচি আওয়ামী লীগের আদর্শের বিরুদ্ধে যেত বলেও অভিযোগ উঠেছিল। এমনকি ওলামা লীগ নামে কোনো সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই দাবি করে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল।
আগামী নির্বাচনকে সামনে রেখে ওলামা লীগকে আবারও সক্রিয় হয়ে উঠতে দেখা গেছে। সংগঠনটির পদ প্রত্যাশী নেতাদের প্রায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যেতে দেখা গেছে।
জানা গেছে, ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি দাবি করে আসছিল ওলামা লীগ। সংগঠনটির পদ প্রত্যাশী নেতারা নানা সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে দেন–দরবার করতেন। বিশেষ করে তাঁরা দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সঙ্গে যোগাযোগ করতেন বেশি। গত বৃহস্পতিবার সংসদ ভবনে গোলাপের কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন ওলামা লীগের পদপ্রত্যাশীরা।
এসব বৈঠকে ওলামা লীগকে সংগঠিত হয়ে আগামী দিনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে আওয়ামী লীগের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কর্মকাণ্ডে না জড়ানোর ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
ওলামা লীগের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় নানান বিতর্ক উঠেছিল এ বিষয়য় জানতে চাইলে আবদুস সোবহান গোলাপ বলেন, ‘বিতর্কিতদের বাদ দেওয়া হয়েছে। আমাদের সমমনা, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন তাঁরাই ওলামা লীগে থাকবেন।’
ওলামা লীগের নেতাদের দাবি, ১৯৯৫ সাল থেকে তারা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে আসছে। ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকারের সময়ে তাদের নেতা–কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হতে দেখা যায়।
ওলামা লীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছে জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাওলানা কাজী আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করতে কাজ করছি।’
কাল শনিবার সকাল ১০টা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওলামা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়। উৎস: আজকের পত্রিকা