• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ অপরাহ্ন |

সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হেনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হেনা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত রোববার (২১ মে) বেলা আড়াই টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে,অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রেলওয়ে অবসরপ্রাপ্ত ট্রেন টিকিট এক্সজিমিনার (টিটিই) ছিলেন।
গত সোমবার (২২ মে) বাদ জোহর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এর আগে দুপুর ১২টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ফয়সাল রায়হান মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পন করেন। এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। নীলফামারী জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, সাইফুল ইসলাম হেনা ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জুর বড় ভাই।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, বীরমুক্তিযোদ্ধা মির্জা সালাহ্উদ্দিন বেগসহ অন্যান্য শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ