• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ অপরাহ্ন |

কিশোরগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইয়ামিন ইসলাম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বেসরকারি সংস্থা আরডিআরএস কার্যালয়ের সামনের সড়কে এঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুঠি পশ্চিমপাড়া গ্রামের শেরিফুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালের শেরিফুর রহমানের চাচাতো ভাই হাসিব মিয়া (২৩) মোটরসাইকেলে শিশু ইয়ামিনকে নিয়ে পেট্রোল কেনার জন্য পাশ্ববর্তী ফুয়েল স্টেশনের দিকে যাচ্ছিলেন। এসময় আরডিআরএস কার্যালয়ের সামনে সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে শিশু ইয়ামিন ও হাসিব গুরত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘ আইনী প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ