সিসি নিউজ।। নীলফামারীতে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে পুরস্কৃত করা হয়েছে পাঁচ কৃষককে। বুধবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ওই পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক ডক্টর এসএম আবু বকর সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিনিয়র সাইন্টিফিক অফিসার ডক্টর মো. মোজাহিদুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী বিএডিসি খামারের সিনিয়র সহকারি পরিচালক মোহাম্মদ হারুন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. জাহাঙ্গীর আলম, ডিমলা উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সেকেন্দার আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রথম পুরস্কার ৩০০০, দ্বিতীয় পুরষ্কার আড়াই হাজার এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২০০০ টাকা করে প্রদান করা হয়।