• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

পৌর মেয়রের উদ্যোগে তৃষ্ণার্তদের জন্য পানি পান কেন্দ্র

জয়পুরহাট প্রতিনিধি।। তীব্র গরম আর খড়তাপের কারনে তৃষ্ণার্ত মানুষদের বিনামূল্যে লেবু ও স্যালাইন মিশ্রিত ঠান্ডা পানি পান করানোর উদ্যোগ নিয়েছেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। আজ বুধবার দুপুরে জয়পুরহাট জিরো পযেন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, কাউন্সিলর হায়দার আলী পলাশ, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ওহিদুজ্জামান রকি, যুবলীগ নেতা মনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুনুর রশিদ, হাফিজুল ইসলাম হ্যাপীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

অনাবৃষ্টি ও তীব্র তাপদাহে বিপর্যস্ত জয়পুরহাটের জনজীবন। স্মরনকালের মধ্যে এ বারেই সব চেয়ে গরম পড়েছে এ জেলায়। এ অবস্থায় চরম দূর্ভোগের কবলে পড়েছেন জেলার সাধারন মানুষ। সুর্যের প্রখর তাপ স্বত্তেও জীবন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষগুলো বাধ্য হয়ে ছুটছেন কাজের সন্ধ্যানে। তবে গরম আর তৃষ্ণায় তাদের প্রাণ যেন ওষ্ঠাগত অবস্থা। এ অবস্থায় জয়পুরহাট পৌর এলাকার সর্ব সাধারনের জন্য লেবু আর স্যালাইন মিশ্রিত ঠান্ডা পানি পানের ব্যবস্থা খানিকটা স্বস্তির খবর।

জিরো পয়েন্টে স্থাপিত তৃষ্ণা নিবারন কেন্দ্রে হাজারো তৃষ্ণার্ত মানুষের পানি পানের দৃশ্য স্মরনকালের জন্য একটি মহৎ দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তৃষ্ণা নিবারনকারীসহ অসংখ্য দর্শনার্থী।

এমন তীব্র গরম আর বুকফাটা তৃষ্ণা নিবারন করতে জয়পুরহাট পৌরসভার জনবহুল এলাকা জিরো পয়েন্টে বসানো হয়েছে স্যাল্যাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানি পান কেন্দ্র। মেয়রের নিজস্ব অর্থায়নে এই তৃষ্ণা নিবরন কর্মসূচি পুরো গ্রীস্মকাল পর্যন্ত চলবে। এ ছাড়া প্রয়োজনে পানি পান কেন্দ্র আরো বৃদ্ধি করা হবে বলেও জানান পৌর মেয়র ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ