সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে সৈয়দপুর উপজেলা প্রশাসন তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সটির বাস্তবায়ন করছে। সোমবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
প্রশিক্ষণ কোর্সের প্রথম দিনে বিভিন্ন সেশন পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ও সহকারী সমাজসেবা অফিসার মো. আবু রায়হান।
কাল মঙ্গলবার (১৩ জুন) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) যুগ্ম-পরিচালক মো. শফিকুল ইসলাম ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সৈয়দপুরে অনুষ্ঠিত মৌলিক প্রশিক্ষণ কোর্সে সেশন পরিচালনা করবেন।
তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সে উপজেলার পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান,সদস্য (মেম্বার) ও সচিবসহ মোট ৭০ জন অংশ নিচ্ছেন।