• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা শুভ উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। উত্তরের জেলা দিনাজপুরের অন্যতম সেরা খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়েছে। এতে চিকিৎসকরা নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফি নিয়ে রোগী দেখতে পারবেন।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)-এ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই সেবার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাসানুর রহমান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থিসিয়া) ডা. রিজওয়ানুল কবির,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স-মিডওয়াইফ ও কর্মকর্তা-কর্মচারীগণ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে হাসপাতালের পুরাতন ভবনে চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দিবেন। শুক্রবার ও বন্ধের দিন ব্যতীত চিকিৎসকরা বৈকালিক বর্হিবিভাগে দায়িত্বে পালন করবেন।

এদের সহায়তাকারী ও নাসর্রাও দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে সিনিয়র কনসালটেন্ট ফি ৪০০, জুনিয়র কনসালটেন্ট ৩০০ ও এমবিবিএস ২০০ টাকা নির্ধারন করা হয়েছে। প্রয়োজনের আরো চিকিৎসক ডিউটি করবে বলে কর্তৃপক্ষ জানায়। চিকিৎসা সেবার সাথে বিকেলে পরীক্ষা-নিরিক্ষাও চালু থাকবে।

উদ্বোধনী দিনে ডা. হেনা একজন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ