• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন |

নীলফামারীতে ১২ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী তাজমিন গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীতে মাদক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত তাজমীন আক্তারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাতে সদর উপজেলার দারোয়ানী এলাকার পূর্ব শুটিপাড়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ ২৮পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করে।

গ্রেপ্তার তাজমীন ওই গ্রামের মো. মানিক হোসেনের স্ত্রী। এর আগেও তিনি একাধিকবার মাদক মামলায় কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে আদালতে ১২টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজমীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে একাধিক বার মাদক বিক্রির সময় গ্রেফতার হয়েছিল তাজমীন। আদালত থেকে জামিন নিয়ে আবারও মাদকব্যবসা চালাতে থাকেন এই নারী।

নীলফামারী সদর থানা পুলিশের থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল খাটলেও মাদক ব্যবসা ছাড়েননি এই নারী। তার বিরুদ্ধে আদালতে এখনো ১২টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ