• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন |

সৈয়দপুরের শ্রমিক নেতা আলতাফ হোসেন আর নেই

সিসি নিউজ।। নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ জুন) দুপুর ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

তিনি বেশকিছু দিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রথম এবং বাদ এশা উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ