• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন |

জলঢাকায় ভয়াবহ অগ্নিকান্ডে তিন কোটি টাকা সম্পদ পুড়ে ছাই

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা পৌর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ জুলাই) মধ্য রাতে বাজারের মনিহারি পট্রিতে এ ঘটনা ঘটে। এতে কসমেটিকস পন্যের একটি গোডাউন, ৩টি পাইকারি কসমেটিকস ও ৩টি গালামালের দোকান পুড়ে ছাই হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বাজারের ব্যবসায়ী আজিজুল হকের পাইকারি কসমেটিকস দোকানের বৈদ্যুতিক মিটারের আগুনের সূত্রপাত ঘটে৷ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

প্রথমে জলঢাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরবর্তীতে নীলফামারী, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা যোগ দেয়। পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ ব্যবসায়ীদের দাবী আগুনে গোডাউনসহ ৭টি দোকানের প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ব্যবসায়ী আজিজুল হক বলেন, প্রত্যক্ষদর্শীরা বলছে আমার দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগেছে। আমি তো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাই, তাই আগুন কোথা থেকে সূত্রপাত তা জানিনা। তবে আমার সব পণ্য আগুনে পুড়ে শেষ। পুঁজি হারিয়ে আমি এখন নিঃস্ব।

রিফাত হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন, আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আমার দোকান ও গোডাউনের মালামাল সহ এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এখন পথে বসা ছাড়া উপায় নাই।

জলঢাকা ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তদন্ত করে বিস্তারিত বলা যাবে। আগুন নিয়ন্ত্রণের জেলার কয়েকটি উপজেলার ৫টি ইউনিট আমরা কাজ করি। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ