• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন |

নীলফামারীতে শোকের মাসের কসূচিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচি শুরু করেছে জেলা যুবলীগ। মঙ্গলবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
পরে সেখানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুধির চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ ও অর্থ সম্পাদক শাহ আনোয়ার হোসেন।
সভাশেষে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নেতাকর্মীদের বর্ণাঢ্য একটি মোটরসাইকেল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, শোককে শক্তিতে পরিণত করে আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ