সিসি নিউজ।। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া দিবসটিতে এদিন স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়।
জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। দিবসটি গুরুত্ব তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মহসিনুল হক, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার প্রমুখ।
পরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা অস্বচ্ছল ১০ নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অপরদিকে সৈয়দপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিনে দুপুরে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।