সিসি নিউজ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নীলফামারীর সৈয়দপুরে আরও ১৩১ জন ভূমিহীন-গৃহহীন মানুষ জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের এসব ঘরের উদ্বোধন করবেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান।
তিনি বলেন, চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে বুধবার উপজেলায় ১০০ জন ভূমিহীন-গৃহহীনের মধ্যে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এসব ঘরের মধ্যে রয়েছে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে ১০, কামারপুকুর ইউনিয়নে ৪০ ও বোতলাগাড়ী ইউনিয়নে ৮১ টি। এ ছাড়া এর আগে এ উপজেলায় ৩৯৮ জন ভূমিহীন-গৃহহীনের মধ্যে দুই কক্ষের রঙিন টিনের সেমিপাকা আশ্রয়ণের ঘর দেওয়া হয়েছে।
এদিকে সৈয়দপুরে আরও যারা ভূমিহীন-গৃহহীন রয়েছে, তাদের তালিকা করে পর্যায়ক্রমে তাদেরও ঘর দেওয়া হবে বলে জানান ইউএনও ফয়সাল রায়হান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।