সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের একটি জলাশয়ে ভাসছিল জমিলা খাতুন (৬৫) নামের এক নারীর মরদেহ। গোলাহাট পুলিশ ফাঁড়ি থেকে ১০০ গজ দূরে রেলওয়ে কলোনি এলাকার একটি জলাশয়ে আজ বুধবার সকালে তাঁর মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তাঁর লাশ জলাশয় থেকে তুলে বাড়িতে নিয়ে যান।
জমিলা খাতুন ওই এলাকার মৃত ওমর আলীর স্ত্রী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহের শরীরে কোন আঘাত চিহ্ন নেই। অপরদিকে পরিবার বা স্থানীয়দের কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে রেলওয়ের ওই জলাশয়ে জমিলার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
জমিলার ছেলে মুরাদ হোসেন জানান, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই দিন ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁরা সকালে এলাকায় তাঁকে খোঁজাখুঁজি করছিলেন। পরে স্থানীয়দের কাছে শুনে সেখানে গিয়ে তাঁর মায়ের মরদেহ শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে যান।