• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন |

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস, ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ ডেস্ক।। জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে প্রশংসামূলক স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের ৬ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কারের তথ্য জানানো হয়।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন—মাধবদী থানা শাখার সহসভাপতি সুজন ভূইয়া এবং একই থানার পাইকারচর ইউনিয়নের সহ সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জে এস জুনাইদ, পলাশ উপজেলার সহ সভাপতি মো. নাসিম মিয়া ও একই উপজেলার জিনারদী ইউনিয়নের সহ সভাপতি হাফিজুর রহমান এবং বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির নিকট স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, ‘বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা আদালতের মাধ্যমে প্রমাণিত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বেহেশতের মেহমান, কোরআনের পাখিসহ নানা ধরনের উপমা দিয়ে প্রশংসা করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। জামায়াত নেতার মৃত্যুর পর বহিষ্কৃতরা তাঁদের নিজেদের ফেসবুক আইডিতে সাঈদীর প্রশংসা করেছেন। ছাত্রলীগের রাজনীতি করে অথচ জামায়াত নেতার প্রশংসা করার মানে হচ্ছে, সে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের কমিটিতে ঘাপটি মেরে ছিল। যেহেতু তারা দলের আদর্শ বহির্ভূত কাজ করেছে এবং দলীয় আদর্শে বিশ্বাসী নন। তাই তাঁদের বহিষ্কার করা হয়েছে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ