সিসি নিউজ।। সক্ষমতা অর্জন করা দুই’শ জন নারী পুরুষকে সম্মাননা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম। মঙ্গলবার দুপুরে শিল্পকলা অডিটোরিয়ামে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসুচির গ্রাজুয়েশন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির সিনিয়র ব্যবস্থাপক লোটাস চিসিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আয়োজক সংস্থার টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার রুহুল আমীন। শিশু ফোরামের সদস্য চন্দন রায় ও রোকসানা আকতারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংস্থার প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। ওয়ার্ল্ড ভিশন সুত্র জানায়, ২০২১ সালে নীলফামারী পৌরসভা, খোকশাবাড়ি, টুপামারী ও পলাশবাড়ি ইউনিয়নের অতিদরিদ্র ২’শ নারী ও পুরুষকে প্রকল্পের আওতায় গরু, ছাগল, হাঁস মুরগী, সবজি উৎপাদন ও ক্ষুদ্র ব্যবসার জন্য উপকরণ প্রদান করা হয়। এসব লালন পালন করে গেল দুই বছরে তারা স্বচ্ছলতা অর্জন করেছেন। স্বচ্ছলতা ফেরায় অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মানিত করা হয়েছে এবং উ’ৎসাহ প্রদানে তাদের সকলকে একত্রিত করে আয়বর্ধক কাজের জন্য সহায়ক উপকরণ দেয়া হয় নতুন করে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তে তৃণমুলের মানুষরা আজ তাদের পরিবর্তন ঘটাতে পারছেন। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির সিনিয়র ব্যবস্থাপক লোটাস চিসিম বলেন, দু’শ নারী পুরুষের মধ্যে গরু, ছাগল, হাঁস মুরগি, সবজি চাষ এবং ক্ষুদ্র ব্যবসার জন্য উপকরণ দেয়া হয়েছিলো। তারা গবাদী পশু এবং সবজি ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আগের কষ্টের জায়গা থেকে উত্তোরণ ঘটিয়ে স্বচ্ছল জীবন যাপন করতে পারছেন এটি আমাদের সংস্থার অর্জন। এই দু’শ জনের মধ্য থেকে তিনজনকে আমরা সেরা নির্বাচিত করে ক্রেস্ট প্রদান করি।