
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে হাঁসের মাংস পরিবেশনকে কেন্দ্র করে হোটেল ও পিকআপ শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে স্থানীয় তাজির উদ্দিন গ্র্যান্ড নামে একটি হোটেলে। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হোটেল-রেস্তোরাঁ মালিক ও শ্রমিকরা গভীর রাত পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবোধকারীরা সড়ক থেকে সরে গেলেও হোটেল-রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে হোটেল মালিক ও শ্রমিক সমিতি যৌথভাবে ওই ঘোষণা বাস্তবায়ন করছে। এছাড়া হামলাকারীদের বিরুদ্ধে তাঁরা সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সৈয়দপুরের পিকআপ শ্রমিকদের কয়েকজন ওই হোটেলে খাবার খেতে যান। এ সময় হোটেল শ্রমিককে তাঁরা হাঁসের মাংস পরিবেশন করতে বলেন। হোটেল শ্রমিক পরিবেশনকৃত মাংস হাসের দাবি করলেও খাওয়ার পর সেগুলো ব্রয়লার মুরগির মাংস বলে অভিযোগ করেন পিকআপ শ্রমিকরা। এ নিয়ে হোটেল শ্রমিকদের সাথে তাঁদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এই জেরে পরবর্তীতে আরও কয়েকজন পিকআপ শ্রমিক গিয়ে হোটেল শ্রমিকদের মারধর হোটেলের আসবাবপত্র ভাংচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে সব হোটেল বন্ধ করে মালিক ও শ্রমিক শহরের বঙ্গবন্ধু চত্বরে জমায়েত হন। তাঁরা গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক (রংপুর রোড) অবরোধ করে রাখে। এ সময় সড়কটিতে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান। তবে তারা অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষনা করেন। ফলে শহর ও আশেপাশের আড়াই শতাধিক হোটেল-রেস্তোরাঁ বন্ধ রয়েছে।
সৈয়দপুর হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সখেন ঘোষ জানান, হোটেল শ্রমিককে মারধর এবং হোটেল মালিককে হুমকির প্রতিবাদে সৈয়দপুর হোটেল মালিক সমিতি ও হোটেল শ্রমিক সংগঠনের যৌথ ঘোষণায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। ওই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত হোটেল খোলা রাখলে মালিক সমিতি ও হোটেল শ্রমিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ ব্যাপারে পিকআপ শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মুঠোফোনে কয়েকবার চেষ্টা করে যোগাযোগ না হওয়ায় তাদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।