• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

সৈয়দপুরে ১০ দিন ব্যাপী আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১০ দিনব্যাপী আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩ শেষ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ আগস্ট) বেলা ১১টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক সমাপণী অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক ঢালী এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি আজমল সরকার, সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মহসিনুল হক মহসিন প্রমুখ।
সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক আহসান উদ্দিন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের আহ্বায়ক অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন ও এরশাদ হোসেন পাপ্পু, ক্রীড়া সংস্থার সদস্য মোনায়েম হোসেন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের আহবায়ক কমিটি সদস্য আব্দুস সালাম মন্ডল, শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউজ্জামান বদিয়ারসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আরচ্যারী ক্যাম্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারই প্রথমবারের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩ এর আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২২ জন ছেলে এবং ২২ জন মেয়ে। তন্মধ্যে থেকে ২৩ জনকে দীর্ঘমেয়াদী আরচ্যারী প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে। বাছাইকৃতরা আগামীতে আরচ্যারী ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ পাবেন। দশ দিনব্যাপী আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে ছিলেন নীলফামারীর বিপু রায়।
অন্যদিকে, অনুর্ধ্ব-১৬ বালিকা আরচ্যারী প্রশিক্ষণ কোর্স-২০২৩ এ সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী বার্জিস আলী দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছে ইতিমধ্যে।
উল্লেখ্য,গত ১৭ আগস্ট বিকেলে সৈয়দপুর শহরের লায়ন্স স্কুল এন্ড কলেজ চত্বরে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বেলুন উড়িয়ে ১০ দিন ব্যাপী আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩ এর শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ