• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পূর্বাহ্ন |

রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন: অবৈধ দখলদারদের বিরুদ্ধে হুশিয়ারি

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী প্রস্তাবিত রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বৃ্হস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে সৈয়দপুর পৌর আওয়ামীলীগ এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবু। সভায় সৈয়দপুরের বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতৃবর্গ, গণমাধ্যমকর্মী, সুধিজন ও আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আলোচকরা নির্ধারিত স্থানে রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপনে বিরোধীতাকারীদের সতর্ক করে বলেন, যারা মেডিকেল কলেজের নির্ধারিত স্থান নিয়ে বিরোধীতা করছেন তারা অবৈধ দখলদার। নিজেদের ঘরবাড়ি থাকা সত্বেও রেলওয়ের জায়গায় দখল করে অবৈধভাবে বসবাস করছে। অথচ তাদের ভাবখানা এমন যে তারা পৈত্রিক সম্পত্তিতে বসবাস করছে। সৈয়দপুরের উন্নয়নের স্বার্থে এসব অবৈধ দখল ছেড়ে দেওয়ার আহবান জানান তারা। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগের অন্যতম সিনিয়র নেতা ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সৈয়দপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুল হক দুলাল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. মোকছেদুল ইসলাম, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমেনা কোহিনূর আলম ও ব্যবসায়ি নেতা তরিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ