সিসি নিউজ।। নীলফামারীতে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী মো. তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটনকে (৩৩) আটক করেছে র্যাব।
সোমবার দুপুর সোয়া দুইটার দিকে জেলার ডিমলা উপজেলার ভেণ্টিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
তরিকুল ইসলাম জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন বাস চালক।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নীলফামারী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ভেণ্টিয়াপাড়া গ্রামে বেশ কিছুদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এর প্রেক্ষিতে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প গোয়েন্দা নজরদারী বাড়ায়। সোমবার দুপুরে সেখানে অস্ত্র বেচা কেনার উদ্যেশ্যে কতিপয় অস্ত্র ব্যাবসায়ীর অবস্থানের খবর পাওয়া যায়। এমন সংবাদে ওই স্থানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটনকে আটক করা হয়। এসময় তরিকুলের শরীর তল্লাশী করে একটি বিদেশি (চায়না) পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়।
র্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, ‘তরিকুল ইসলাম বাস চালক পেশার পাশাপাশি অস্ত্র বেচাকেনা এবং ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কাছে থাকা অস্ত্রটি ছিনতাই এবং বিভিন্ন নাশকতার কাজে ভাড়া দেওয়া এবং নিজে ব্যবহার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ডিমলা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’