• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

মানুষ আর বিএনপি-জামাতের দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না- নুর

সিসি নিউজ।। নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, ‘মানুষ আর বিএনপি-জামাতের দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না। আগামী নির্বাচনে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এ দেশের জনগণ আবারো সরকার গঠনের দায়িত্ব দেবেন।’

মঙ্গলবার দুপুরে নীলফামারী সরকারি কলেজের সম্প্রসারিত উর্দ্ধমুখি ছাত্রী নিবাস ও একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নুর আরো বলেন, ’স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো তৎপর রয়েছে। আগামী নির্বাচন ঘিরে তারা নানা ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

পৃথিবীতে যত দেশ উন্নত হয়েছে, সেসব দেশের ছেলে- মেয়েরা সবাই সমান তালে লেখাপড়া শিখে সমান তালে চাকুরী বাকরী করে, ব্যবসা বানিজ্য করে, কল কারখানায় কাজ করে তাদের দেশকে এগিয়ে নিয়েছে উল্লেখ করে মেয়ে শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, ‘আমাদের দেশে মোট জনসংখ্যার ৫২ শতাংশ মেয়ে। মেয়েরা যদি ঘরে বসে থাকে, তাহলে এতবড় একটা শক্তি দেশের কোনো কাজে আসবে না। তোমরা ধান চাষ করবা না, কল কারখানায় কাজ করবা না, তোমরা চাকুরী বাকরী করবা না, তাহলে ওই ৪৮ শতাংশ পুরুষ মানুষ দিয়ে দেশ আগাতে পারবে না।’

এসময় নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন কলেজের উপাধ্যক্ষ মো. মাহবুব উর রহমান, অধ্যাপক তরিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম শাহ প্রমুখ।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম জানান, এক কোটি নয় লাখ টাকা ব্যয়ে কলেজেরে চার তলা বিশিষ্ট ছাত্রী নিবাসের ৫ম তলা উর্দ্ধমুখি সম্প্রসারণ এবং এক কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে তিন তলার একাডেমিক ভবনের চতুর্থ ও পঞ্চম তলা উর্দ্ধমুখি সম্প্রসারণ করা হয়েছে। কাজ দুটি শুরু হয় ২০২১ সালে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ