সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকার তিনটি ইউনিয়নের মোট সাড়ে তিন কিলোমিটার সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত পৃথক স্থানে এসব কাজের উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল। জলঢাকা উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস জানান, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন-৩ প্রকল্পের অধীনে উপজেলার গোলনা ইউনিয়নের গোলনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে কালিগঞ্জ তিনবট পর্যন্ত ১৫০০ মিটার, গোলমুন্ডা ইউনিয়নের কৈমারী রোড হতে আউলিয়াখানা ভায়া আনছার মেম্বারের বাড়ি পর্যন্ত ৯০০ মিটার ও ডাউয়াবাড়ি ইউনিয়নের হলদিবাড়ি মাহতাব মেম্বারের বাড়ি হতে ওয়াবদা বাধ ভায়া হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটারসহ মোট সাড়ে তিন কিলোমিটার সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এসব কাজে ব্যয় হবে তিন কোটি ৭০ লাখ টাকা। উদ্বোধনী অনুষ্ঠনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাহিদার রহমান বুলু ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম।