• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারীতে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে তরিকুল ইসলাম (৪০) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য তিনি। সে ওই এলাকার আজগার আলীর ছেলে।

ধর্ষিতা গৃহবধূ ৫নং ওয়ার্ডের পশ্চিম আঠিয়াবাড়ী এলাকার এক রিক্সা চালকের স্ত্রী ও দুই সন্তানের জননী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ধর্ষিতা গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২, পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে গৃহবধূ নিজ বাড়ীর টিউবঅয়েলে পানি আনতে গেলে ওঁৎ পেতে বসে ছিল মেম্বার। গৃহবধু কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে মুখ চেপে ধরে জোড়পূর্বক ধর্ষণ করে।এতে প্রতিবেশী টের পেয়ে তাকে আটক করে। টানা হেঁচরা করতে গিয়ে কৌশলে সে পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী প্রথমে বিচারের জন্য হরিণচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সেখানে বিচার না পেয়ে থানায় মামলা করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, মামলা হওয়ার পর পরেই অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ