সিসি নিউজ।। নানা আয়োজনে সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। শুক্রবার বোতলাগাড়ী সরকারি প্রথমিক বিদ্যালয়ে কর্মসূচীগুলো পালিত হয়।
আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগীতা।
সংগঠনের সভাপতি তাহের আলী বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন কবি চন্দন চন্দ্র মহন্ত ও কবি এস লোহানী।
আনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সা: সম্পাদক রইজ উদ্দিন রকি।
অনুষ্ঠানে প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদে মধ্যে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছেন পরী রানী মহন্ত, সংগীতে প্রথম স্থান অধিকার করেছেন নির্মা রানী রায়, নৃত্যে প্রথম স্থান অধিকার করেছেন সবুজ দেবনাথ। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।