সিসি নিউজ।। নীলফামারীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দু’দিন ব্যাপী একক ভাস্কর্য প্রদর্শনী আজ সোমবার শেষ হয়েছে। এটি নীলফামারী সাধারণ গ্রন্থাগারের আয়োজনে রোববার সকালে মোমবাতি প্রজ্জলন করে প্রদর্শনী উদ্বোধন করা হয়। নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর উদ্বোধন করেন। নীলফামারীর সন্তান ভাস্কর্য শিল্পি আখতার আহমেদ রাশা’র একক ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সাধারণ গ্রন্থগারের সহ-সভাপতি মজিবুল হাসান চৌধুরীর শাহিন। এতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ মাহবুব উর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সম্মিলিত সাংস্কতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল। লেখক ও কথা সাহিত্যিক রাজা শহিদুল আসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাষ্কর্য শিল্পি আখতার আহমেদ রাশা ও তার পত্নী মেরিস্টেলা শ্যামলী আহমেদ। প্রদর্শনীতে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধকালীন বিদেশি বন্ধু, বাংলার লোক সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য ছাড়াও নীলফামারীর কৃতি সন্তানদের শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পি আখতার আহমেদ রাশা বক্তব্যে বলেন, নীলফামারী আমার জন্মস্থান। আর এ কারণেই প্রদর্শণীর নামকরণ করা হয়েছে ‘আপন ঠিকানায়’। তিনি জানান, এর আগে রাজধানী ঢাকা ছাড়াও আমেরিকায় আমার একক ভাস্কর্য প্রদর্শিত হয়েছে। নীলফামারী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সারওয়ার মানিক বলেন, “ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ” এই ভাস্কর্য দেখে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা চেতনাকে লালন পালনে উদ্বুদ্ধ হবে। প্রদর্শনী দেখতে আসা স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, কৃতজ্ঞতা জানাই আয়োজক প্রতিষ্ঠানকে। কারন জেলা শহরে সচরাচর এমন আয়োজন চোখে পড়ে না। আগামীতে বড় পরিসরে এমন প্রদর্শনী করার আহবান জানান তিনি। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। শিল্পি রাশা নীলফামারীর মানুষের জন্য যে দৃষ্টান্ত রেখে গেলেন তা এ অঞ্চলের সর্বস্তরের মানুষদের জন্য বিশেষ বার্তা বহন করবে। উল্লেখ, রোববার ও সোমবার (১৭ ও ১৮ সেপ্টেম্বর) সকাল এগারটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল এই প্রদর্শণী।