• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন |

তিস্তায় নিখোঁজ অপর শিক্ষার্থীর লাশ ১৭ দিন পর উদ্ধার

সিসি নিউজ।। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ নাইস আহম্মেদ (১৯) নামের অপর শিক্ষার্থীর লাশ ১৭ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার নোহালী ইউনিয়নের সাপমারি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নাইস নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার মোনাব্বের হোসেনের ছেলে। এ নিয়ে তিস্তায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশই উদ্ধার হলো। এর আগে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর মুন্না আহমেদের (১৮) লাশ উদ্ধার করা হয়।

নাইস গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তাঁর নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। নাইস ও মুন্না এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর সকালে ছয় বন্ধু মিলে তিস্তায় গোসল করতে নামেন। এ সময় তাঁরা স্রোতে তলিয়ে যেতে থাকলে একজন সাঁতরে তীরে উঠলেও বাকি পাঁচজন উঠতে ব্যর্থ হন। এ সময় সেখানে উপস্থিত লোকজন নৌকা দিয়ে তিনজনকে উদ্ধার করতে পারলেও অন্য দুজন নিখোঁজ হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ