• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ অপরাহ্ন |

সৈয়দপুরে ক্ষুদ্র ঋণ কার্যক্রম জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সমাজ সেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রম জোরদারকরণ: সমস্যা, সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা সমাজ সেবা কার্যালয় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী। সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলফামারী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. আবু বক্কর সিদ্দিক।

সেমিনারে মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, পল্লী অঞ্চলে বসবাসরত দুস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজ সেবা (আরএসএস) পরিচালিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় সমাজ সেবা অধিদপ্তর ১৯৭৪ সালে পরীক্ষামূলকভাবে তৎকালীণ ১৯টি থানায় পল্লী সমাজ সেবা কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের সকল উপজেলা পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় পরিবার প্রতি সর্বনিম্ন পাঁচ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। আর আদায়কৃত সার্ভিস চার্জের অর্থ দিয়ে লক্ষ্যভূক্ত ব্যক্তিদের টেশসই সংগঠন পল্লী সমাজ সেবা গ্রাম সমিতি সৃষ্টি ও গ্রাম সমিতির নিজস্ব পুঁজি গঠন।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, সৈয়দপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী টুটুল মিয়া, পল্লী সমাজ সেবা গ্রাম সমিতির ছকিমুদ্দিন, আনোয়ারা বেগম, মোরছালিন হক, কদর বানু প্রমুখ। সেমিনারে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল মিজানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. শ্যামল কুমার রায়, সাংবাদিক ও ইউনিয়ন ও পৌরসভা এলাকার পল্লী সমাজ সেবা গ্রাম সমিতির সভাপতিসহ ৩০ জন অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ