• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন |

ডিমলায় ফেনসিডিলসহ গ্রেপ্তার মা-ছেলে

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় ৩৬ বোতল ফেনসিডিলসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাংগারহাট হোসেনের মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ পিয়াজীপাড়া গ্রামের হাফিজার ইসলামের স্ত্রী কাজলি আকতার (৪৫) ও তাঁর ছেলে কাজল ইসলাম (২০)।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাংগারহাট হোসেনের মোড় এলাকায় অভিযান চালিয়ে মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে ৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীরা সম্পর্কে মা ও ছেলে। তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদকের কারবার করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের নীলফামারী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ