• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন |

বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কাসেম আলী (৪৬) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। আজ রোববার উপজেলার চেয়ারম্যানপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাপা মোহাম্মদের ছেলে।

পরিবারের বরাত দিয়ে চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি বাবু বলেন, ‘অনেক টাকা ঋণ ছিল কাসেম আলীর। সম্প্রতি স্ত্রীর জমি বিক্রি করে ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ করেছেন। এরপর আরও সাত লাখ টাকা ঋণ ছিল তাঁর। এসব টাকা পরিশোধের কোনো উপায় না পেয়ে তিনি এ কাজ করেছে বলে পরিবারের ধারণা।’

তিনি আরও বলেন, ‘জুয়া খেলায় আসক্ত ছিলেন কাসেম আলী। আবাদি জমি দেখিয়ে টাকা নিয়ে জুয়া খেলে এসব ধার-দেনা করেছেন তিনি। পাওনাদের চাপে তিনি এ পথ বেছে নিয়েছেন।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের লোকজন বলছে, ধার-দেনা পরিশোধে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ