• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১২ অপরাহ্ন |

‘আনবিক শক্তি নয়, আনবিক বিপৎ আমরা ঘরে নিয়েছি’- জিএম কাদের

সিসি নিউজ।। জাতীয় পাটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করে বলেন,‘ সরকার যেভাবে মেগা প্রজেক্ট করছেন, যেভাবে প্রকল্প করছেন, যেভাবে দুর্নীতি করছেন, তাতে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষকে রক্তশূণ্য করে গায়ে গহনা পরিয়ে দিচ্ছেন’।
নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকার এই প্রজেক্ট করার পর আমার মনে হয়েছে শুধু রক্তশূন্য করছেন না, আপনার লিভার, আপনার কিডনি এগুলো কেটে নিয়ে তারা বিক্রি করছেন। তার মাধ্যমে এমন একটি দেহ থাকছে আপনার, যার ওপরে গয়নাকাটি পরানো হচ্ছে। কিন্তু কিডনি আপনার নাই, আপনার লিভার নাই, ভেতর থেকে আপনার সবকিছু বের করে নেওয়া হচ্ছে, এই ধরণের একটি দেহ আমদের বাংলাদেশে অবশিষ্ট থাকছে। এর কারণ হলো দেশে কোন গণতন্ত্র নেই, সরকার কোন গণতন্ত্র দেয় নাই’।
ওই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটির সমালোচনায় তিনি আরও বলেন, ‘রূপপুর পাওয়ার প্লান্ট পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হচ্ছে। এটা আমাদের মধ্যে একটা বড় ধরনের ঝুঁকি। এটা আমাদের জন্য বিপৎজনক একটা প্লান্ট, বিপৎজনক জিনিষ যা আপনাদের জানা দরকার। আমি মনে করি এটা আপনাদের সকলকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য। রূপপুর পাওয়ার প্লান্ট করা হয়েছিল প্রথমে সাড়ে ১১ হাজার মিলিয়ন ডলার এস্টিমেট দিয়ে। অর্থাৎ এক লক্ষ ১৩ হাজার কোটি টাকায় করা হয়েছে। এটার ক্যাপাসেটি হলো ২৪০০ মেগাওয়াট। কিন্তু ভারতে ২০০০ মেগাওয়াট করা হয়েছে ৫ মিলিয়ন ডলার দিয়ে। তার চেয়ে আড়াই তিনগুণ বেশি দিয়ে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট করছি, এই নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের সমস্যা হলো এটার যদি একসিডেন্ট হয়, এটা ভয়ঙ্কর একসিডেন্ট। আমাদের মতো জনবহুল দেশে অত্যন্ত বিপৎজনক। যেখানে তিনটি একসিডেন্ট হয়েছে, একটা হলো চেরনোবিল রাশিয়াতে ১৯৮৬ সালে। ওখানে এখন পর্যন্ত ৫০ মাইল এলাকাজুড়ে কোন বসতি স্থাপন করতে দেওয়া হয়না। আমদের দেশে যদি এমন একটি একসিডেন্ট হয়, ৫০ বর্গ কিলোমিটার যদি কোন বসতি স্থাপন করতে দেওয়া না হয়, গরু-ছাগল কোন কিছুই ওখানে বাঁচে না।
তিনি বলেন, ‘সেই ধরণের প্রজেক্ট আমরা তৈরী করেছি, বলছি আনবিক শক্তি। আনবিক শক্তি নয়, আনবিক বিপৎ আমরা ঘরে নিয়েছি এবং পিৎজনক একটি ঝুঁকি নিয়েছি। আরো একটি নাকি করা হচ্ছে বরিশালে, যদি খোদা না করুক একটা একসিডেন্ট হয় সেটা হতেই পারে। বর্তমান ইউরোপ থেকে বিভিন্ন উন্নত দেশ বলছে আমরা আর বিদুতের জন্য পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র করবো না সেখানে আমরা সস্তার নাম নিয়ে এটা করছি। হচ্ছে তিনগুণ দামে, এটা সস্তা হবে না। অত্যন্ত বিপৎজনক আমরা সবাই, আমরা বিষাক্ত একটা প্রযুক্তি নিয়ে এসেছি এবং আমাদের হাতে কোন শক্তি নাই।
তিনি আরও বলেন, ‘এটার সবগুলো ইঞ্জনিয়ার হলো রাশিয়ান, কিছু ভারতীয় কনসালটেন্ট কাজ করে। এটা অপারেট করবে রাশিয়ানরা। এখানে বাংলাদেশের কোন কন্ট্রোল থাকবে না।
আমি এর আগেও একার বলেছিলাম সরকার যেভাবে মেগা প্রজক্ট করছেন, যেভাবে প্রকল্প করছেন, যেভাবে দুর্নীতি করছেন, তাতে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষকে রক্তশূণ্য করে গায়ে গহনা পরিয়ে দিচ্ছেন।
জেলা জাতীয় পাটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এনকে আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক ওই সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতা দেন জাতীয় পাটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুবিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর মাসুদ, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল একমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, জেলা জাতীয় পাটির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম, শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ