• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন |

নীলফামারীতে পিকআপের ধাক্কায় নির্মাণ শ্রমিক নেতার মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী আইয়ুব আলী নামের এক নির্মাণ শ্রমিক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশা চালক নুর ইসলাম। শনিবার (১৪অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের গেটের সামনে এ ঘটনা ঘটে।

আইয়ুব আলী পৌর শহরের উকিলের মোড় কুখা পাড়া এলাকার মৃত বছদ্দি মাহমুদের ছেলে। তিনি নীলফামারী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। আর আহত রিকশা চালক নুর ইসলাম পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে অফিসের কাজ শেষে চৌরঙ্গী মোড় থেকে রিকশা যোগে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। নীলফামারী জেনারেল হাসপাতালে এলাকায় পৌঁছানো মাত্র পিছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে বহনকারী রিকশায় ধাক্কা দেয়। ধাক্কায় রিকশা উল্টে যায়। এতে রিকশা চালকসহ আইয়ুব আলী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান রুকু বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। রিকশা থেকে পড়ে যাওয়ার পর স্ট্রোক করেছিলেন মনে হচ্ছে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম বলেন, পিকআপের ধাক্কায় একজন রিকশা আরোহী মারা গেছেন। পিকআপসহ চালক পলাতক রয়েছে, আমরা আটকের চেষ্টা চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ