• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ অপরাহ্ন |

আ.লীগ মনোনয়ন প্রত্যাশির জনসভায় স্মরনকালের জনসমাগম

জয়পুরহাট প্রতিনিধি, ১৬ অক্টোবর।। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের আহবানে স্মরনকালের সব চেয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল থেকে সন্ধ্যা ‌পযর্ন্ত পাঁচবিবি পৌরসভার গোহাটি মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সাড়ে ২২ হাজার চেয়ারের আসন পূর্ণ হওয়ার পরও উপচে পড়া জনতার অংশ গ্রহনে অনুষ্ঠিত শান্তিপূর্ণ জনসভায় এত বিপুল পরিমান জনসমাগম আর কখানো দেখা যায়নি।

স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায়  বক্তৃতা করেন- পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর চৌধূরী, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবু সাইদ আল মাহবুব চন্দন, জেলা যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইতোমধ্যে জয়পুরহাট পৌরসভার সব চেয়ে অল্প বয়সী মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি হিসাবে গত ২ মাসে জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে অগনিত গনসংযোগ ছাড়াও ২২টি মতবিনিময় সভায় ব্যাপক জনসমাগম করতে সমর্থ হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবসহ উপস্থিত বক্তারা বলেন, দলীয় মনোনয়নসহ নির্বাচিত হলে সরকারের রুটিন মাফিক উন্নয়ন ছাড়াও বেকারদের কর্ম সংস্থানে শিল্প কলখানা স্থাপন, প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ নির্মান, রোগাক্রান্ত ও কন্যা দায়গ্রস্থদের সহযোগীতা ও পরিবেশ বান্ধব জনপদসহ তিনি ভিন্নমাত্রার নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান ও বাস্তবায়নের অঙ্গিকার করে চলেছেন যা ইতোপূর্বে কেউ করেননি। এ সব কারনে এত বিপুল পরিমান জনসমাগম হয়েছে বলেও জানান তারা।

মোস্তাফিজুর রহমান মোস্তাকের আহবানে প্রত্যেকটি গনসংযোগ, মতবিনিময় সভাসহ স্মরন কালের সব চেয়ে শান্তিপূর্ণ ও বিশাল ওই জনসমাবেশের কারন হিসাবে উল্লেখ করে জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক গোলাম হক্কানী, সম্মিলিত শ্রমিক ফেডারেশন নেতা ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলার শীর্ষস্থানীয় দানশীল ব্যা্ক্তিত্ব রফিক হাজী, জেলা প্রেসক্লাবের সাধানর সম্পাদক সিজানুর রহমান মিন্টুসহ সূশীল সমাজের নেতৃবৃন্দ জানান, এই সমাবেশের অনেক আগে জেলায় দু’টি ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় নিজ অর্থায়নে জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিহতদের পরিবারের কাছে মৃতদেহগুলি উদ্ধারসহ হস্তান্তর, আহতদের রক্তদানসহ চিকিৎসার থরচ বহন, দরিদ্র শিক্ষার্থীদের বই-পুস্তক কিনে দেওয়াসহ উচ্চশিক্ষার্থীদের আর্থিক সহায়তাদান, করোনাকালীন সময়ে  জেলা শহরে ৮ মেট্রিক টন ব্লিচিং পাউডারসহ পর্বাপ্ত জীবানু নাশক ছিটানো, ওই মহামারীতে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় অর্থ, খাদ্য, ও স্বাস্থ্য সামগ্রী শতভাগ পৌঁছানো এবং সম্প্রতি একই ভাবে মশা নিধন ঔষধ ছিটানোর ফলে শহরে স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন, বিগত বছরগুলোতে ঝড়-বৃষ্টিতে দরিদ্রদের বিধ্বস্ত বাড়ি-ঘর পূনঃনির্মান ও মেরামত করে দেওয়া, প্রায় অর্ধশত শারীরিক প্রতিবন্দ্বীদের মালামালসহ ‘জয়বাংলা ষ্টল’ প্রদান, গৃহহীন বীরাঙ্গনা জাহানারা বেগমের বাড়ি নির্মানসহ মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন, বিপদগামী যুবকদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে পৌর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়াও যে সময় অসহায় মানুষদের তাৎক্ষনিক অনুদান ছাড়াও মানব সম্পদ উন্নয়নে ব্যাপক ভূমিকার রাখায় দলমত নির্বিশেষে তিনি সাধারন মানুষের দৃষ্টি কেরেছেন।

নাম প্রকাশে অনেচ্ছুক বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টীর একাধিক নেতাকর্মী জানান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও জয়পুরহাট পৌরসভোর মেয়র হলেও কখনো দমন-পীড়ন করেননি, বরং অকারনে আইনের জালে ফেঁসে যাওয়া কেউ সহায়তা চাইলে বিনা শর্তে উপকার করাসহ বহুমূখি মানবিক কর্মকান্ডের জন্য এই তরুন জনপ্রতিনিধি আপামর মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। এসব কারনে স্বাভাবিক ও বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষ তাকে দেখার জন্য ও তার দুঃশাসহিক প্রুতিশ্রুতি শোনার জন্য মূলতঃ দলে দলে মানুষ তার সভাস্থলে আসেন বলেও জানান ওই রাজনৈতিকভাবে ভিন্নমতাবলম্বিরা।

এ নিয়ে মেয়র মোস্তাক বলেন, ‘মন্তব্য নিষ্প্রয়োজন, মানুষ মানুষের জন্য, ব্যাস, এ টুকুই বলতে পারি। আর যদি আল্লাহ্ বেঁচে রাখেন, সামর্থ্য দেন আর নির্বাচিত হই তাহলে সবই বাস্তবায়ন করব ইনমাল্লাহ্।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ