• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন |

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক

সিসি নিউজ ডেস্ক।। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের দুই জন নেতা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশনারের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ।

আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। ওই সদস্য বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে ডিনারের আমন্ত্রণে যোগ দেন আমাদের দলের দুই নেতা।’

যুক্তরাজ্য অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সব পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বলে জানান আওয়ামী লীগের ওই নেতা।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ