• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন |

নীলফামারীতে জাতীয় যুব দিবস পালন

সিসি নিউজ।।  ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। বুধবার এ উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, সনদ পত্র বিতরণ ও ঋণের চেক বিতরণ করা হয় যুব ভবনের অডিটোরিয়ামে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ। এতে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বক্তব্য দেন। যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ বিভাগের কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম সরকার। আয়োজক দফতরের পশু পালন বিভাগের প্রশিক্ষক রাজিউর রহমানের সভা সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া তিন জনের মাঝে সনদপত্র বিতরণ এবং চারজনের মাঝে ২লাখ ৬০হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এরআগে একটি শোভাযাত্রা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। এতে যুব দফতরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন যুব সংগঠন এবং যুব প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ